ভেবে দেখরে খোদার বান্দা

ভেবে দেখরে খোদার বান্দা


         ভেবে দেখরে খোদার বান্দা।।

	তোর ঘুচে যাবে মনের ধান্ধা ।। 

	কাফ, ফে, রে তিন অক্ষরে 

			কাফের কয় নমরূদ গাধা,

	সেই অক্ষরে মনসুর হাল্লাজ, 

			ফকিরী নামে আছে জেন্দা।।

	নমরুদ মনসুর দেওয়ান 

			এই দুই জনার একই দাবী, 

	মনসুর মোমিন, নমরুদ কমিন, 

			ভেদ না জেনে হয় রে জুদা ।।
	সেজদা হাজার কূলু-আলমে 

			বাঁকী আছে একটি জায়গা, 

	সেই সেজদাতে কাফের মোমিন, 

			পূর্ব-পরে হয়রে জুদা ।।
	মুর্শীদ সকীন আলী বলে আহসান 

				সেজদা কাযা করোনা রে, 

	জায়নামাজে হয়ে খাড়া 

				হরদমে কর সেজদা ।।