ভব-নদীর কূলে এক ফুল ফুঠেছে ।।
সে ফুলের মধ্যে জগত লুকায়ে আছে।।
সপ্তমীতে ফুল ফু'টে হয় শোভা,
ষষ্ঠীতে হয় কৃষ্ণ-ব্রহ্ম সেবা,
ফুলটি কোথায় পাবা,
কিসে হয় সেবা,
বাসী ফুলে সেবা হবে বল কিসে ।।
পঞ্চমীতে ফুল পঞ্চ রসে গতি,
চতুর্থীতে ফুল গড়নের তিন রতি,
কে বোঝে তার ভ্রান্তি,
ফুলের কাগ-ক্রান্তি,
ফল শূন্য ফুল শুকায়ে গিয়েছে।।
অমাবশ্যায় হয় পঁচা ফুল,
উহার মধু খেয়ে লয়েছে বুলবুল,
সুধায় আছে তুল,
আহসান আলীর ভুল,
(দেখ) ফুলের আশে কেবা বসে রয়েছে।।