বান্দা হয়ে খোদায়ী দাবী
যে করে তার হয় খারাবী ।।
নমরুদ-কারুনাদি
করেছিল খোদায়ী দাবি,
তার পেশানীতে কাফেরী দাগ,
নজর করলে দেখতে পাবি।
শুনেছি হাদীছ-কোরানো
আসিবে দর্জাল-পাজি,
খোদা হয়ে সেজদা নিয়ে
সেজদা দিতে হুকুম দিবি ।।
সেজদা দেয়া-নেয়া হারাম,
খোদা ছাড়া অন্য কারে,
সেজদা কেবা দেয় রে, কেবা নেয় রে,
ভেদ না জেনে শয়তান হবি ।।
আখেরে দর্জালের চেলা
ফিরছে কত দেশে দেশে,
আহসান আলী দলে মিশে
ভেদ না বুঝে খায়রে খাবি ।।