অজুদ ইঞ্জিন-গাড়ী চলছে হাওয়া কলে ।।
চলছে মানব-গাড়ী, গাড়ী তাড়াতাড়ি, আল্লাহু আল্লাহু ব'লে ।।
হাওয়ায় যখন ঘন্টা পড়ে,
সাধুরা সব টিকিট করে,
গুরুর ইস্টিশনে গাড়ীতে চ'ড়ে, বিলাতে যায় চ'লে ।।
হাহুতে কলের থানা,
নাসুতের পর আওনা-যাওনা,
লা-মোকামে সাহেব বাবু, হাওয়া গাড়ী চালে ।।
সকীন আলী বলে, ওরে,
শোনরে আহসান বলি তোরে,
যার গাড়ীতে সেই চড়ে, দেখনা আঁখি খু'লে ।।