অধরাকে ধরা সে তো সহজ কথা নয়

অধরাকে ধরা সে তো সহজ কথা নয়


    অধরাকে ধরা সে তো সহজ কথা নয় ।।

  ধরতে গেলে চুবনী কেয়ে আপনা-আপনি মরতে হয়।।
		কথায় বলে সে অধরা, 

		তারে সাধ্য কী ধরা, 

		চোরা কপিকলে বাড়ি পলে 

		জলে আগুন জ্বলে হয়। 

		লতা তৃণ যায়গো পুড়ে

				 সমুদ্র হয় অগ্নিময় ।।

		অধরাকে ধরবি যদি, 

		বন্ধ কর হায়াত-নদী, 

		হতজ্ঞান হয় বুদ্ধিশুদ্ধি, 

				অসাধ্য কাজ, সাধ্য নয়।
		অসাধ্যকে সাধ্য করা, 

		সেই তো বটে অধর ধরা, 

		জানে-প্রানে হয় গো সারা, 

				নড়াচড়া ঘুচে যায় ।।
		যোগে জাগে রসিক যারা, 

		ধরতে পারে সাঁই অধরা, 

		নয়ন মনে দেয় প্রহরা,

				ভেলকী মারার কার্য নয়।
		আহসান আলীর ভাগ্য ফলে, 

		যদি সাঁই অধরা মিলে, 

		পূজা করি মন-ফুলে, 

				হৃদ-কমলের গাছতলায় ।।