অদেখা ডাকিলে দেখা দিবে কি তোরে

অদেখা ডাকিলে দেখা দিবে কি তোরে


অদেখা ডাকিলে দেখা দিবে কি তোরে ।।

ওমান তায়াবুদু কানতারাহু দেখনা নজরে ।।

        চিনা চিনি নাইকো যারে,

	কেন চক্ষু মুদে ডাকছ তারে, 

ও সাঁই অদেখা ধেয়ানে সখা হবে না কারে।

	খোদা খোদা বলে ডাকি,
	নিহারে সুজেনা আঁখি, 

ও সাঁই খোদ খোদা, জন্ম আঁধা, করেছে মোরে।।

	খোদা যার হবে সখা, 

	অবশ্য পাইবে দেখা, 

আহসান আলী বলে মুর্শীদ সখা হয় যারে ।।