অচেনারে চিনতে আর যেও না

অচেনারে চিনতে আর যেও না


           অচেনারে চিনতে আর যেও না ।।

      তারে চিনতে গেলে দংশে কালে, 

			ওঝা আর মিলে না।।
		আশেক বুজর্গগণে, 

		গিয়াছিল তৌহিদ-বনে, 

		পাইয়া অচিনারে, 

				আর তো ফিরে এলো না।

		চিন্ শহরে গেল যারা, 

		আপনাকে হ'ল হারা, 

		হারাধন পেয়ে তারা, 

				সারা হ'ল কত জনা ।।
		তারে চিন্তে গেলে চিন্তা করে, 

		চিন্তা-রোগে যারে ধরে, 

		বৈদ্যরাজ ব্যবস্থা করে, 

				তার ওঝা আর মিলে না।
		কেউ বলে পাগল হ'ল, 

		কেউ বলে ভূত ধরিল, 

		জাতি-কুল-মান সবই গেল, 

				বাকি রইল গঞ্জনা ।।
		ধোঁকায় প'ড়ে ঘুরছে কেন, 

		আপনাকে আগে চেন, 

		পাবি অচেনার চিন্ 

				ফানা হবে যখনে।
		আহসান আলী ছলে কলে, 

		প্রেম-শহরে যায় গো চ'লে, 

		চিনে অচিন মিশে গেলে, 

				ভিন্ন ভেদ আর রইবে না ।।