আয়নার ভিতরে মানুষ দেখা যায় ।।
বর্জোখ ধরে সাধন করলে, ডাকলে মানুষ কথা কয় ।।
আলিফ লামের শহর-খানি,
নীচে আগুন উপরে পানি,
হাওয়া বয় দিন-রজনী,
দেখতে অতি চমৎকার।
বাহিরে দরজা খোলা,
উপরে রূপের গোলা,
তার ভিতরে কালুবালা,
চর্ম-চক্ষে টের না পায় ।।
মানুষ সদা সিন্দু সরোবরে,
ভাসিয়াছে নিরন্তরে,
খানিক রয় ডাঙ্গার পরে
বেগ ধরে ত্রিবেনী ধায়।
কতজন ধরবে বলে,
বসে আছে নদীর কূলে,
হঠাৎ গিয়ে নামলে জলে,
কাম-কুম্ভীরে ধরে খায় ।।
ঘরে পুঁজীপাটা মুক্তামনি,,
আমানত রেখেছেন তিনি,
দেখবি শোভা মনোরমী,
আহসান আলী মনোহর।
দেখেছ কেউ, দেখবি বল,
তবে সেই ঘরে চল,
স্বরূপে ঘর করে আলো,
দেখলে মানুষ পাগল হয় ।।