আসল শরীয়তের ভেদ না জেনে মারফতে যায় ।।
এমন সিড়ি ছাড়া দিশাহারা কে আছে কোথায় ।।
মায়া'রেজুন নবুয়তে
আসল সিড়ি - বর্জোখ লেখা তাতে,
তোর বেলায়েতের কাজ নবুয়তে,
এক সেজদাতে হয় ।।
জানবি যদি আসল শরা,
সিড়ি-বর্জোখ আছে খাড়া,
কে বা বাতেন, কে জাহেরা,
কারে শরা কয়।।
মুসলমানি পঞ্চবেনা,
কালাম পড়ে শরা মানা,
নকল নিয়ে টানাটুনা,
আসলে খোঁজ নাই ।।
বিনা সিড়িতে কোঠায় চড়া,
হাত-পা ভাংগার যুক্তি করা,
আহসান আলীর মাথা মোড়া,
ঘোল ঢালিতে হয় ।।