আশেক অটল বিহারী জ্ঞান বাতি

আশেক অটল বিহারী জ্ঞান বাতি


               আশেক অটল বিহারী ।।

		জ্ঞান বাতি শীঘ্রগতি, জ্বালাও অতি তাড়াতাড়ি।।
			আশেকের মাশুক পিয়ারা, 

			অটলরূপে বসে তারা, 

			সাধনে নূর ছেতারা, 

					চালায় তারা উজানে।
			পিপাসা নদীর কূলে 

			প্রাণ গেলে গো, খায় না বারি ।।
			সাধনে শৃংগার ধরে, 

			গুরুকে সারথী করে, 

			বেয়ে যাও ধীরে ধীরে,
					রূপ-নগর তোর যেখানে।
			শতদল কমলের পরে, 

			চক্রবান ধনুকে জুড়ে,
			চক্রবান সাধন ক'রে
					দেখতে পাবে গোলকপুরী।।

			অনুরাগী রসিক যারা, 

			যোগে জাগে দেয় প্রহরা, 

			ধিয়ানে প্রেমের মরা 

					মরে আশক আগুনে।
			অমাবশ্যা প্রতিপদে, 

			দ্বিতীয়ার ঐ অগ্রভাগে, 

			ফাঁদ পাতগে যোগে জাগে, 

					তাতে আহসান আলীর কুমতি ।।