আশার আশে দিন গনিতে দিন ফুরায়ে গলে ।।
দিন আজ ভাল নয়, কাল ভাল নয়, ভাল দিন কই হ'ল ।।
দিনে দিনে দিন ফুরালো,
কোন্ দিন গুরু ভজবি বলো,
(মন রে) হল না তোর ভজন সাধন, বাকি রইলো পথের সম্বল ।।
হেলায় হেলায় দিন গেল,
মহাকালে ঘিরে এলো,
(মন রে) যেদিন ধরবে এসে, বাঁধবে কষে কি হবে তাই বল ।।
এখনও তোর সময় আছে,
চল বসি গিয়া গুরুর কাছে,
(মন রে) তোর মানব জনম সফল হবে, ঘুচিবে জঞ্জাল ।।
শোনরে আহসান তোরে বলি,
ভজ মুরশিদ সকীন আলী,
(মন রে) নইলে উঠবে না তোর মনের কালি, কালি হবে কাল ।।