আপনারে চিনবি যদি
কর ভজন-সাধন ।।
আগে চেন মুর্শীদেরে,
পরে জান আপনারে,
আপনার আপনি চিনলে পাবি,
অচেনার সন্ধান ।।
নৈরাকারে ডিম্ব রূপে
ভেসেছিলেন রব্বানী,
ক'রে এশকোবাজী নূর-নবীজী,
হলেন জাহেরান ।।
চিন শহরে অচিন মানুষ
মোহর মেরে চিহ্ন কর,
মোহর-নবুয়তের নক্শা ধরে,
বেলায়েত সে ভেদ জান ।।
বিসমিল্লার বিছে মিশে
বিছিন্ন হ'য় অচিন,
সকীন আলী বলে, আহসান
ছায়াহীন তার কায়াখান্ ।।