আপনাকে না চিনিলে ভজন সাধন হবে না

আপনাকে না চিনিলে ভজন সাধন হবে না


     আপনাকে না চিনিলে ভজন সাধন হবে না ।।

   আমি কে তা জানলে পরে, খোদা কি রূপ যায় চেনা ।।
		নিকটে ধন বস্তা পুরা, 

		নয়ন খুলে দেখনা তোরা, 

		চুনি, মনি, লাল, জহুরা, 

					হীরা, লাল, মতি দানা।
		বৃথা চিনি বয়ে ফিরি, 

		বস্তা খুলে দেখতে নারি, 

		না চিনি আপনারি
					ঘুরে মল দীনকানা।।
		আপনার আপনি চিনতে গেলে, 

		ঠিক হয় না কোন কালে, 

		কেবা শোনে, কেবা বলে, 

					লেহাজ ক'রে দেখ না।
		জানলে সে আর বলে না, 

		তুমি তার ভেদ পাবে না, 

		ধরগা গুরুর চরণ খানা, 

					নইলে ধরা যাবে না।।
		শোনরে মন বলি তোরে, 

		ঠিক নাই তোর আপন ঘরে, 

		কেন সিঁদ কাট পগারে,
					আত্মতত্ত্ব জান না।
		আহসান আলী বলে, খোদা 

		আদমী হ'তে নয়রে জুদা, 

		মোরাকাবা মোশাহেদা,
					ওসে কাদা-পাঁকা নামে না।।