আমি প্রেম নদীতে সাঁতার দিয়ে কিনার পেলাম না ।।
যে জন জেন্দা মরে সাঁতার খেলতে পারে, এড়ায় ভব-যন্ত্রণা ।।
সেই নদীটি তড়কা-ধারা,
ব্রহ্মা-বিষ্ণু যাচ্ছে মারা,
লোভী-কামীর ডুবছে ভারা,
পায়না পারের ঠিকানা ।।
প্রেম-নদীতে তিনটি ধারা,
পাড়ি দেয় রসিক নাগরা,
তাদের স্বভাবে ডোবে না ভারা,
স্বদেশ কভু ছাড়ে না।
শক্তির আশ্রয় কামকে রেখে,
রতি নিষ্ঠা যে করেছে,
চলে যায় সে উজান বাঁকে,
শাকনী ডাকিনী ছোঁবে না ।।
মুর্শীদ সকীন আলীর চরণ ভুলে,
আহসান আলী যায় নদীর কূলে,
স্বভাবে ছাড়ে না তারে
গেলনা ইতরপনা ।।