আমি আর কত ডাকিব গুরু তোরে।
আমি ডাকছি দীন দয়াময় দীনবন্দু আয়রে ।।
ডাকি আমি রাত্র দিনে,
তুমি শুনিয়া না শুন কানে, - সাঁই গো।
ডাকি দিবা-নিশি, কাল শশী
উদয় হও অন্তরে ।।
তোমার দরশনে দুঃখ হরে,
তাপিত অঙ্গ শীতল করে, সাঁই গো।
তোমার পরশনে হব পরশমনি,
তাই ডাকি তোমারে ।।
শোনরে আহসান তোরে বলি,
আবার ডাক মুর্শীদ সকীন আলী, - সাঁই গো।
তারে জনমে জনমে ডাক
জনম ভরে।।