আল্লাহর পথে কাল্লা দিয়ে

আল্লাহর পথে কাল্লা দিয়ে


       আল্লাহর পথে কাল্লা দিয়ে ।।

	সেজদা কর সোজা হয়ে ।। 

	হুকুমী শুকুরী সেজদা
				কাযা করলে সাজা হবে, 

	থাকতে মনের বিকার, সেজদা কি তার 

				হুবড়ে পড়ে আছাড় খেয়ে ।।
	মনের ধোঁকা থাকতে বোকা

				সেজদা বিছে যেওনা রে, 

	শেষে ঠাকুর গড়তে বানর হবে, 

				বনি ইসরাইল সাজিয়ে।।

	সেজদা কর খোদার বান্দা 

				কাফেরী দাগ উঠে যাবে, 

	যে সেজদাতে হয়রে মকবুল 

				সেই সেজদা খুঁজিয়া নিবে ।। 

	সকীন আলী বলে আহসান 

				সেজদা কাযা ক'রোনা রে,
	হরদমেতে সেজদা কর
				জায়নামাজে খাড়া হয়ে ।।