আল্লাহর আরশ কোরশ লৌহ কলম অজুদেতে রয়।।
(আয়াত) লেখা আছে, দেখা গেছে, ছাব্বিশ ছিফারায়।।
আল্লার আরশ কালেবেতে,
সে ভেদ আছে ছফিনাতে,
ছিনার এলেম ছফিনাতে,
খুঁজলে পাওয়া যায়।
যথায় আল্লার মোকাম-বাড়ি,
তথায় খাড়া আছে পঞ্চনূরী,
করলেন বে-খুদি পিয়ালা জারী,
আলোকে হৃদয়।।
কুলুবুল মোমেনীনা,
পড়ে দেখনা আয়াতখানা,
নিগূঢ় তত্ত্ব যাবে জানা,
আছে সে কোথায় ।।
আহসান আলীর হৃদয় মাঝে,
মোকাম ছেদরাতুল মোন্তাহা আছে,
সদাই ঘুরিফিরি তারি কাছে,
ডাকি খোদ-খোদায় ।।