আল্লাহ মোহাম্মদ আদন তিন জনে

আল্লাহ মোহাম্মদ আদন তিন জনে


আল্লাহ মোহাম্মদ আদন তিন জনে ।।

এই তিন ভেবনা ভিন, রয় চিরদিন,

চিন্ মিশে রয় অচিনে ।।

     নীর ভেঙ্গে সাঁই নূর গঠিল,

   নীরে নূরে ঐক্য হ'ল 
  চিনে অচিন মিশে গেল,
			আলো করে যার কিরণে।
  একীন দরক্ত পরে,
  আগমে রাখিলেন তারে,
  পঞ্চ সেজদা করলেন যারে,
			চিহ্ন দেখে নয়নে ।।

  একীন দরক্ত ডালে, 
  চার রয়েছে কালে কালে, 
  শরীয়তে চার বলে, 
		 তরীকতে পাঁচ মিলে।

  চারের ভিতরে পাঁচ, 
  নাম তার গুড়গুড়ির গাছ, 
  আলেফের ছুরাতে সে গাছ 
		 বীছমে আল্লাহর বীছনে।।

  আলেফকে যে আল্লাহ বলে, 
  তার উপরে যবর দিলে, 
  অচিন মানুষ কারে বলে, 
		 দেখলে না দুই নয়নে।

  নীচে যের রইল পড়ে, 
  সকীন আলীর চরণ ধরে, 
  আহসান আলী বিনয় করে, 
		 ফাঁকে যেন পড়িনে।।