আল্লা নবী প্রেমের দাবী করতেছি সবাই

আল্লা নবী প্রেমের দাবী করতেছি সবাই


              আল্লা -নবী প্রেমের দাবী করতেছি সবাই ।।

            সেই প্রেমের তুলনা কি রে এই প্রেমেতে হয় ।।

			বা-খোদা দেওয়ানা বান্দার, 

			মোহাম্মদ মাতা হুঁশিয়ার, 

	সে প্রেম জীবগণের বহির্ভূত, চিনবার চিহ্ন নয় ।।
			ভক্ত, মাতা, মা-জননী, 

			খোদা খোদ গুরু হয় তাদের স্বামী, 

	তাদের প্রেম কথা কয় খাস জবানে, কৈতব কথা নয়।।
			আল্লাহ নবী এই দুই জনা, 

			মেরাজের মিলন সময় কেউ ছিল না, 

	সবে প্রেম করে আন্দাজী কথায়, প্রেমে জাগ-জানায় ।। 

			যার গুরু তরী, শিষ্য কান্ডারী, 
			তারা এক প্রাণে দুই কায়াধারী,
	তাদের যুগল প্রেমে বলিহারি, আহসান আলী কয় ।।