আহাম্মদে আহাদ যে জন চিনে

আহাম্মদে আহাদ যে জন চিনে


আহাম্মদে আহাদ যে জন চিনে ।।

আপন আপন পরিচয় সেই সেই জানে।।

আহাদে আহাম্মদ হল,

আদম-তন সে কারে বল,

আদমে আহাদ লুকাল,

                      তিন জনা লুকায় একই কোণে।।

দর্পণেতে পারা দিয়ে,

আহাদ মানুষ ধর যেয়ে,

রূপেতে স্বরূপ মিশায়ে,

                    নির্মল রূপ বসে নিরঞ্জনে।।

যে দেখেছে বর্তমানে,

অনুমান সে মানবে কেনে,

সকীন আলীর চরণ বিনে,

                     আহসান আলীর বৃথা জীবনে।।